সিভিল সার্ভিস পরীক্ষা (CSE), ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) দ্বারা পরিচালিত হয় - অল ইন্ডিয়া সার্ভিস- Indian Administrative Service, Indian Police Service & Indian Forest Service, অন্যান্য গ্রুপ A সার্ভিস যেমন Indian Foreign Service, Indian Revenue Service (IRS) ইত্যাদি এবং কয়েকটি গ্রুপ B সার্ভিস এর প্রার্থীদের নিয়োগের জন্য| প্রতি বছর লক্ষাধিক প্রার্থী সিভিল সার্ভিস পরীক্ষায় (সাধারণত ইউপিএসসি / আই.এ.এস পরীক্ষা নামে পরিচিত) অংশ নেন, যা তিনটি পর্যায়ে পরিচালিত হয়:
- সিভিল সার্ভিস পরীক্ষা (Prelims) – অবজেক্টিভ
- সিভিল সার্ভিসেস পরীক্ষা (Mains) – সাবজেক্টিভ
- Personality Test / সাক্ষাৎকার
কিভাবে শুরু করা যায়
প্রথমেই প্রিলিমিস ও জেনারেল স্টাডিস এর সিলেবাস, খুব ভালো করে পড়া দরকার| বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে, বিভিন্ন টপারদের ব্লগ পড়ার মাধ্যমে পরীক্ষা প্রক্রিয়ার একটি ওভারভিউ নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে|
প্রতিদিন নিউজ পেপার পড়াটা অভ্যাস করে ফেলতে হবে-শুধুমাত্র News articles গুলি পড়লেই চলবে; শুরুতে সম্পাদকীয় পড়ার দরকার নেই। দৈনিক পড়া সম্ভব না হলে সপ্তাহে অন্তত তিন-চার দিন পড়ার চেষ্টা করতে হবে|
যারা ইতিহাস, ভূগোল নিয়ে স্বচ্ছন্দ, তারা সরাসরি ক্লাস IX - NCERT দিয়ে শুরু করতে পারো, না হলে ক্লাস VI - NCERT বই থেকে শুরু করা দরকার|
বেসিক বইগুলি দিয়ে পড়া শুরু করতে হবে,আর তার সাথে সাথে দেশে ও বিদেশে কি ঘটছে তার খবর রাখতে হবে, খবর এর কাগজ ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যাগাজিন এর মধ্যে দিয়ে|
বেসিক বই গুলি কিছুটা আয়ত্তে এলে, মডিউল wise,GS এর সিলেবাস পড়া শুরু করতে পারো|
অন্তত একবার GS সিলেবাস শেষ করার পরে,mains এর জন্য এনসার রাইটিং এ যাওয়া উচিত |লেখার জন্য সিলেবাস এর উপর দখল আসার প্রয়োজন আছে|
ধীরে ধীরে এবং সঠিক পরিকল্পনার সাথে প্রিপারেশন এগিয়ে নিয়ে যেতে হবে । মাথায় রাখা দরকার যে UPSC কিন্তু 100 মিটার দৌড় নয়, যে মাঠে নামবো আর মেরে দেবো, বরং এর তুলনা করা যেতে পারে ম্যারাথন এর সাথে। তাই এগিয়ে যেতে হবে ধৈর্য, অধ্যবসায় আর কঠোর পরিশ্রম কে সঙ্গী করে | নিজের সেরাটা বাঁচিয়ে রাখতে হবে শেষ ল্যাপ এর জন্য | এত কিছুর পরেও হতেই পারে যে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বারেও সফল হতে পারলাম না, সেই অসফলতা যেন আমাদের বাধা হয়ে না দাঁড়ায়, বরং পথ দেখায় শূন্য থেকে উঠে এসে স্বপ্ন পূরণের |
Failure should be our teacher, not our undertaker. Failure is delay, not defeat. It is a temporary detour, not a dead end. Failure is something we can avoid only by saying nothing, doing nothing, and being nothing.
2 Comments
Dipannita Aich · February 27, 2022 at 2:50 pm
How to start this exam?
Soumyadip Bhattacharya · February 27, 2022 at 8:22 pm
pls visit How to start under the Home page
https://ipsacharya.in/how-to-start/