সিভিল সার্ভিস পরীক্ষা (CSE), ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) দ্বারা পরিচালিত হয় - অল ইন্ডিয়া সার্ভিস- Indian Administrative Service, Indian Police Service & Indian Forest Service, অন্যান্য গ্রুপ A সার্ভিস যেমন Indian Foreign Service, Indian Revenue Service (IRS) ইত্যাদি এবং কয়েকটি গ্রুপ B সার্ভিস এর প্রার্থীদের নিয়োগের জন্য| প্রতি বছর লক্ষাধিক প্রার্থী সিভিল সার্ভিস পরীক্ষায় (সাধারণত ইউপিএসসি / আই.এ.এস পরীক্ষা নামে পরিচিত) অংশ নেন, যা তিনটি পর্যায়ে পরিচালিত হয়:
সিভিল সার্ভিস পরীক্ষা (Prelims) – অবজেক্টিভ
সিভিল সার্ভিসেস পরীক্ষা (Mains) – সাবজেক্টিভ
Personality Test / সাক্ষাৎকার
কিভাবে শুরু করা যায়
প্রথমেই প্রিলিমিস ও জেনারেল স্টাডিস এর সিলেবাস, খুব ভালো করে পড়া দরকার| বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে, বিভিন্ন টপারদের ব্লগ পড়ার মাধ্যমে পরীক্ষা প্রক্রিয়ার একটি ওভারভিউ নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে|
প্রতিদিন নিউজ পেপার পড়াটা অভ্যাস করে ফেলতে হবে-শুধুমাত্র News articles গুলি পড়লেই চলবে; শুরুতে সম্পাদকীয় পড়ার দরকার নেই। দৈনিক পড়া সম্ভব না হলে সপ্তাহে অন্তত তিন-চার দিন পড়ার চেষ্টা করতে হবে|
যারা ইতিহাস, ভূগোল নিয়ে স্বচ্ছন্দ, তারা সরাসরি ক্লাস IX - NCERT দিয়ে শুরু করতে পারো, না হলে ক্লাস VI - NCERT বই থেকে শুরু করা দরকার|
বেসিক বইগুলি দিয়ে পড়া শুরু করতে হবে,আর তার সাথে সাথে দেশে ও বিদেশে কি ঘটছে তার খবর রাখতে হবে, খবর এর কাগজ ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যাগাজিন এর মধ্যে দিয়ে|
বেসিক বই গুলি কিছুটা আয়ত্তে এলে, মডিউল wise,GS এর সিলেবাস পড়া শুরু করতে পারো|
অন্তত একবার GS সিলেবাস শেষ করার পরে,mains এর জন্য এনসার রাইটিং এ যাওয়া উচিত |লেখার জন্য সিলেবাস এর উপর দখল আসার প্রয়োজন আছে|
2 Comments
Dipannita Aich · February 27, 2022 at 2:50 pm
How to start this exam?
Soumyadip Bhattacharya · February 27, 2022 at 8:22 pm
pls visit How to start under the Home page
https://ipsacharya.in/how-to-start/